রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


এশিয়ায় নারী ধূমপায়ীদের তালিকায় বাংলাদেশ শীর্ষে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এশিয়ায় নারী ধূমপায়ীদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি ক্রোয়েশিয়া ইন্সটিটিউট অব পাবলিক হেলথ’ নামে ক্রোয়েশিয়ার একটি গবেষণা সংস্থা এমন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে।

তারা বলছে, এশিয়ার দেশগুলোর মধ্যে ধূমপানের হার বাংলাদেশে সবচেয়ে বেশি। এখানকার পুরুষদের সাথে তাল মিলিয়ে নারীরাও সমানতালে ধূমপান করছে।

বিশ্বে নারী ধূমপায়ীদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। উল্লেখযোগ্য সংখ্যক নারী ধূমপায়ীর দেখা মিলেছে পোল্যান্ড ও রোমানিয়ায়ও।

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা সিগারেটের প্যাকেটেই লেখা থাকে। কিন্তু এরপরও ধূমপানের প্রতি মানুষের আকর্ষণ এত বেশি কেনো? মূলত এ বিষয়টি নিয়েই গবেষণা শুরু করেছিলো সংস্থাটি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র ধূমপানের কারণে ক্রোয়েশিয়ায় প্রতিবছর ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে। বিশ্বে ২২টি শীর্ষ ধূমপায়ী দেশের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া। এরপরেই পোল্যান্ড ও রোমানিয়ার অবস্থান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর