আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১৪ মে) বন্দরবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত এর পরিচালনায় ইফতার মাহফিলের পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
ডা. মোয়াজ্জেম হোসেন খান বলেন, রমজান মাস আখেরাতের পুণ্য অর্জনের মাস। মহান রবের পক্ষ থেকে মুমিনদের জন্য রহমত মাগফিরাত ও নাজাতের মাস।
সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। স্বাধীনতা আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা অবিস্বরনীয়, দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষের কাঙ্খিত মুক্তি আসেনি। তাই পীর সাহেব চরমোনাই জাতির মুক্তির জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় যে আওয়াজ তুলেছেন সেই সত্যের পক্ষে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নগর সভাপতি আবু তাহের বলেন, সাংবাদিকদের লেখনি শক্তির মাধ্যমে একটি জাতিসত্বাকে জাগ্রত করা যায়। তাই দেশ, জাতি ও সত্য-ন্যায়ের পক্ষে কাজ করে সাংবাদিকরা দেশে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। পবিত্র আল কুরআন নাজিল করা হয়েছিল এ মাসে , শান্তি প্রতিষ্ঠায় পবিত্র আল কোরআনের গৌরব উজ্জ্বল ভুমিকা রয়েছে।
ইশা ছাত্র আন্দোলন কুরআনের বিধান কায়েমের মাধ্যমে সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তিনি ইশা ছাত্র আন্দোলনে সকল কার্যক্রম বাস্তবায়ন ও প্রচারণায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি ফয়জুল হাসান চৌধুরী, মহানগর সহসভাপতি ইসমাইল আহমদ, জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শিহাব উদ্দিন প্রমুখ।
-এএ