আওয়ার ইসলাম: ভূমধ্য সাগরে নৌকা ডুবে অন্তত ৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (১০ মে) আফ্রিকার তিউনিসিয়ার উপকূলে এ ঘটনা ঘটে। বিদেশি গণমাধ্যম বলছে মৃতদের অধিকাংশ বাংলাদেশি।
তাদের সঠিক খোঁজ নিতে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে তিউনিসিয়ায়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গতকাল রবিবার ঢাকায় সাংবাদিকদের বলেন, তিউনিসিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যাচ্ছে না।
তবে তিউনিসিয়ার কাছাকাছি রাষ্ট্র লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী লিবিয়া দূতাবাসের এক কর্মকর্তাকে তিউনিসিয়া পাঠিয়েছেন। ওই দূতাবাস কর্মকর্তা আজ সোমবার তিউনিসিয়া পৌঁছবেন।
জানা যায়, সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যেতে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা হয়েছিলেন ওই নৌযাত্রীরা। ভোররাতে তিউনিসিয়া উপকূলে আরেকটি ছোট নৌকায় তাদের ওঠানোর পর তা ডুবে যায়।
তিউনিসিয়ার জেলেরা সাগর থেকে ১৬ জনকে উদ্ধার করেন, তার মধ্যে ১৪ জন বাংলাদেশি। এরা এখন তিউনিসিয়ার জারজিস শহরে রয়েছেন।
এমডব্লিউ/