রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাজধানীতে ৪৬ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে  জালনোটসহ জাল টাকা তৈরি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ।  গ্রেফতারকৃতরা হলেন মো. জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)।

এ সময় তাদের কাছ থেকে ৪৬ লাখ টাকার জালনোটসহ একটি ল্যাপটপ, ২টি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে জানা গেছে৷

শনিবার (১১ মে) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ডিবির ঢাকা দক্ষিণ বিভাগের একটি দল কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ মো. জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেফতার করে।

তিনি বলেন, ‘ তাদের দেয়া তথ্য মতে রাজধানীর চকবাজারের ইসলামবাগের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবুকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা এসব সরঞ্জামাদি ব্যবহার করে জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ বাংলাদেশের সমস্ত জেলাসমূহে লেনদেন করত। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।’

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ