রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ-প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে মার্কিন সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রণতরী আব্রাহাম লিংকন মোতায়েনের পর এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে মার্কিন সরকার। পাশাপাশি কাতারে বোমারু বিমান পাঠিয়েছে আমেরিকা।

মার্কিন কর্মকর্তারা বলছেন, গাল্ফ অঞ্চলে মোতায়েন করা রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যোগ দেবে যুদ্ধজাহাজ ইউএসএস অরলিংটন, যা যানবাহন ও এয়ারক্রাফ্ট বহন করে।

পেন্টাগন বলেছে, ইতোমধ্যে ইউএস বি-৫২ বোমারু বিমান কাতারের বিমানঘাঁটিতে পৌঁছেছে।

ওয়াশিংটন বলছে, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরান অভিযান চালাতে পারে এমন সম্ভাবনার পরিপ্রেক্ষিতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, আমেরিকার এ ধরনের অভিযোগকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ