আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় সন্ত্রাস দমনের ‘কৌশল' হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল শিশু যোদ্ধাদের। সম্মুখ সমরেও ছিল তাদের অংশগ্রহণ৷ আন্তর্জাতিক সংস্থার মধ্যস্থতায় ধ্বংসযজ্ঞের এলাকা থেকে এবার মুক্তি মিলেছে নাইজেরিয়ার ৯০০ জন ‘শিশু যোদ্ধার'৷
নাইজেরিয়ার স্বাধীনতাকামী সংগঠন বোকো হারাম ও আইএস-বিরোধী ‘লড়াইয়ে থাকা' এসব শিশুকে শুক্রবার মুক্তি দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)৷
এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোকো হারাম ও আইএস নির্মূলে সেনাবাহিনী-ঘনিষ্ঠ মিলিশিয়া বাহিনী ‘সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্স'-এর সহযোগী হিসাবে কাজ করছিল ওই শিশুরা৷
ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, মিলিশিয়াদের হাত থেকে এ পর্যন্ত মুক্তি পাওয়া শিশু যোদ্ধার সংখ্যা ১,৭০০৷ গত অক্টোবরে প্রথম দফায় ৮৩৩ জনকে মুক্তি দিয়েছিল তারা৷
সন্ত্রাস দমনে নাইজেরিয়ায় শিশুদের ব্যবহার একটি রীতিতে দাঁড়িয়ে গেছে৷ বোকো হারামের পাশাপাশি মিলিশিয়া বাহিনী ‘সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্স' শিশুদের নিয়োগ করে থাকে৷ সেখানে মোট কতজন ‘শিশু যোদ্ধা' রয়েছে তার সুস্পষ্ট কোনো হিসাব নেই৷
নাইজেরিয়ায় বোকো হারাম ও ইসলামিক স্টেটবিরোধী যুদ্ধে এ পর্যন্ত ৩০ হাজার লোক নিহত এবং প্রায় ১০ লাখ জন বাস্তুচ্যূত হয়েছেন৷ তবে তেলসমৃদ্ধ ওই এলাকায় সহসা এই সংঘাত থামার কোনো লক্ষণ নেই৷
-এটি