রোকন হারুন: কুরআন হাদিসের আলোকে একজন ছেলে ও মেয়ে কত বছর বয়সে বিয়ে করেব? বিয়ের উপযুক্ত বয়সই বা কতো? এ সম্পর্কে ভারতের দারুল উলূম দেওবন্দের ফতোয়া বিভাগের মতামত জানতে চেয়েছেন একজন। ওয়েবসাইট থেকে প্রদত্ত মাসয়ালা হুবহু তুলে ধরা হলো আওয়ার ইসলামের পাঠকের জন্য।
দারুল উলূম দেওবন্দের সাইটের লিঙ্ক
http://www.darulifta-deoband.com/home/ur/Nikah-Marriage/169819?fbclid=IwAR3_BaBVbxIn3A942WASQvgKxN8vNgalsYYU9dbt9sR8-4LJv23AuI8CnjY
হাদিস শরীফে বর্ণিত হয়েছে : একজন ছেলে কিংবা মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয় এবং তার জুটিও মিলে যায় তখন বিয়েশাদীতে আর দেরি না করা উচিত। যতো তাড়াতাড়ি সম্ভব বিয়ে করানো উত্তম। ছেলে-মেয়েকে বিয়ে দিয়ে পিতামাতারও দায়িত্ব আদায় করে অবসর হওয়া বাঞ্ছনীয়।
ইসলামের দৃষ্টিতে ছেলেমেয়ে উভয়ই ১৫ বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। তবে সরকারি বিধি-অনুসারে একজন মেয়ে ১৮ বছর পার হওয়ার পর এবং একজন ছেলে ২১ বছর পার হওয়ার পর বিয়ে করতে পারবে । সরকারি কানুনে ছেলেমেয়ে পরিপক্ব বয়সের দিকে লক্ষ রাখা হয়েছে। তবে একজন ছেলে ও মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বিয়ে দিয়ে দেয়াই উত্তম।
আরএইচ/