আওয়ার ইসলাম: সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে ময়নাতদন্ত শেষে নুসরাতের মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন স্বজনেরা। সঙ্গে নুসরাতের মা-বাবা ও ভাইয়েরা রয়েছেন।
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, নুসরাতের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। ময়নাতদন্তে প্রাথমিকভাবে জানা গেছে ডিপ বার্ন হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে পেতে কয়েকদিন সময় লাগবে। আমরা এখন লাশবাহী গাড়িতে করে নুসরাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।
এদিকে নিহত নুসরাতের চাচাতো ভাই মুহাম্মদ উল্লাহ ফরহাদ বলেন, নুসরাতের মরদেহ বাড়িতে আনার পর বাদ আসর সোনাগাজী মো. সাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দাদির কবরের পাশেই হবে তার শেষ শয্যা।
এমএম/