আওয়ার ইসলাম: ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর প্রথম থেকেই ব্রিটেন সৌদি সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান পত্রিকা বুধবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে সৌদি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৩ জন সৌদি সেনা কর্মকর্তা ব্রিটেনের রাজকীয় সামরিক একাডেমী, রাজকীয় বিমান বাহিনী স্কুল ও রাজকীয় নৌবাহিনীর কলেজে প্রশিক্ষণ নিয়েছে। তবে এরমধ্যে বেশিরভাগই ডার্টমাউথের ব্রিটানিয়া রাজকীয় নৌ কলেজে প্রশিক্ষণ নেয়।
তথ্য স্বাধীনতা আইনের আওতায় পত্রিকাটি অনুরোধ জানালে ব্রিটিশ সামরিক বাহিনী এ রিপোর্টকে সঠিক বলে নিশ্চিত করেছে। অবশ্য, প্রথমে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রিপোর্টটি অস্বীকার করেছিল।
তবে এসব প্রশিক্ষণের বিনিময়ে সৌদি সরকারের কাছ থেকে ব্রিটেন কত অর্থ পেয়েছে তা জানাতে চায় নি মন্ত্রণালয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ তথ্য প্রকাশ করলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।
সূত্র: পার্সটুডে
-এএ