শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

৬ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ৬ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা ভিসি এসএম ইমামুল হকের পদত্যাগ দাবিতে এই কর্মসূচি পালন করেন।

এতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ও ভোলা সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জনভোগান্তি পৌঁছায় চরমে। বিপাকে পড়েন কুয়াকাটাগামী পর্যটকরা।

ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনের ১৬তম দিনে এই কর্মসূচি গ্রহণ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারী ছাত্রনেতা শফিকুল ইসলাম ও লোকমান হোসেন জানান, এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বিকাল ৫টায় অবরোধ তুলে নেয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পুনরায় একই দাবিতে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।

এর আগে শিক্ষার্থীরা জানিয়েছেন, যতোক্ষণ পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তাদের যে কর্মসূচির ডাক দেয়া হয়েছে সেগুলো তারা যথার্থভাবে পালন করবেন। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দালন চলবে।

উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে তাদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়ায় আন্দোলন আরও জোরদার হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ