বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


খালেদা জিয়ার চিকিৎসা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়ার ঘণ্টাখানেক পর একটি মেডিকেল বোর্ড তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া শুরু করেছে। তাকে হাত ও পায়ের জোড়ায় থাকা ব্যথাসহ বিভিন্ন সমস্যার চিকিৎসা দেয়া হচ্ছে।

খালেদা জিয়াকে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বিএসএমএমইউর ৬০১ নম্বর কেবিনে ভর্তি করা হয়।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, মেডিকেল বোর্ড যত্নের সাথে খালেদা জিয়ার কাছ থেকে তার শারীরিক সমস্যাগুলোর বিষয়ে জেনেছে। স্বাস্থ্য সমস্যাগুলো যাচাইয়ের পর মেডিকেল বোর্ড তাকে প্রেসক্রিপশন দিয়েছে এবং আজ থেকে তিনি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন।

বিএসএমএমইউ পরিচালক জানান, খালেদা জিয়া তার হাত ও পায়ের জোড়ায় গুরুতর ব্যথায় আক্রান্ত। খাবার খেতে না পারা ও ভালো ঘুম না হওয়ায় তিনি খুব দুর্বল। তার সুগারের মাত্রাও বেশি।

তবে মাহবুবুল হক বলেন, আপাতদৃষ্টিতে খালেদা জিয়া কোনো গুরুতর রোগে ভুগছেন না। মেডিকেল বোর্ডের প্রতি আস্থা থাকায় বিএনপি চেয়ারপারসন তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কথা বলেছেন। ।

তবে কতদিন খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হতে পারে, সে সম্পর্কে কোন ধারণা দিতে পারেননি কর্মকর্তারা। এ বিষয়ে মাহবুবুল হক  বলেন,  সেটা এখনি বলা যাবে না। তার স্বাস্থ্যের উন্নতির বিষয়টি দেখে আমরা সেটা বুঝতে পারবো।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ