বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


বনানীর আফসা ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র একদিনের ব্যবধানে আজ দুপুরে বনানীতে আফসা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখনও বেশ ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে আগুন লাগার কিছুক্ষণ পরই সেটা নিয়ন্ত্রণে চলে আসে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী জুয়েল রানা।

তিনি বলেন, আগুনের কবলে পড়া আবাসিক ছয়তলা ভবনটিতে থাকা লোকজন, যারা বের হয়ে এসেছিলেন রাস্তায়, তারা চাইলে আবার ফেরত যেতে পারেন।

বনানী ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর ছয়তলা আফসা ভবনের চারতলায় রান্না ঘরে এ আগুনের সূত্রপাত হয়। পরে আতঙ্কিত হয়ে ভবনটিতে থাকা লোকজন দ্রুত রাস্তায় বের আসেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে।দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন  অর্ধশতাধিক মানুষ।

আইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ