শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

‘দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

পরকালীন মুক্তি একমাত্র নবীজি সা. এর আদর্শেই নিহিত। এর বাইরে যত আদর্শ আছে সব ভ্রান্ত ও বাতিল। নবীজির দেখানো পথ অনুসরণ করা ছাড়া গত্যন্তর নেই। কাজেই, পরকালীন মুক্তির জন্য নবীজির আদর্শ অনুসরণ করুন।

আজ (শুক্রবার) ২৯মার্চ বিকেল ৩টায় আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দারুল হাদীস মিলনায়তনে কওমী শিক্ষাধারার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদীস (মাস্টার্স) এর খতমে দরসে বুখারী অনুষ্ঠানে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।

তিনি বলেন, এই উম্মতের আয়ু অতি স্বল্প। এই স্বল্প জীবনে আমল করে আখেরাতের পাথেয় জোগাড় করতে হবে। যত আমল করবেন, সবগুলো নবীজির দেখানো পথে হতে হবে। যারা নিজেদের মন মতো আমরা ধর্ম পালন করার চেষ্টা করছেন পরকালে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।

শিক্ষা সমাপনী ছাত্রদের উদ্দেশ্যে আল্লামা শাহ আহমদ শফী বলেন, তোমরা দাওরায়ে হাদীস শেষ করেছ। তোমাদের উপর উম্মতের পুরো যিম্মাদারি এসে গেছে। তোমরা দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ো। তোমরা অলসতা করলে উম্মত পথ হারিয়ে ফেলবে। সব কাজে আল্লাহর উপর বিশ্বাস রাখবে। যথাসম্ভব দিনের কাজে লেগে থাকার চেষ্টা করবে। বাতিলের সাথে কখনো আপোষ করবে না। সবসময় সত্যের পথে অবিচল থাকবে।

আল্লামা শাহ আহমদ শফী দেশের বিবাহপোযুক্ত যুবক-যুবতির বিবাহ হওয়া এবং দেশের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করেন। সেই সাথে চলমান পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে আগুনের দুর্ঘটনা এবং গাড়ির দুর্ঘটনা হচ্ছে এসব থেকে মুক্তি কামনা করেন। এবং দেশের মানুষদের শান্তি ও সমৃদ্ধি এবং নিরাপত্তাসহ বিশ্ব মুসলিমের জালিমের জুলুম থেকে হেফাজতের দোয়া কামনা করে মোনাজাত শেষ করেন।

খতমে দরসে বুখারী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও মুসল্লীদের উদ্দেশ্যে আরো বয়ান করেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, মাওলানা ফোরকান আহমদ সাতকানবী, মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ জামেয়ার অন্যান্য উস্তাদবৃন্দ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ