আওয়ার ইসলাম: প্রখ্যাত মুসলিম স্কলার ও পাকিস্তান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বিশ্বখ্যাত আলেম আল্লামা তাকি উসমানীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷
শনিবার ( ২৩ মার্চ) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ৷
আল্লামা বাবুনগরী বলেন, তাকি উসমানী বর্তমান বিশ্বের একজন প্রখ্যাত ইসলামী আইন বিশেষজ্ঞ ও মুহাদ্দিস৷ হত্যার উদ্দেশে সন্ত্রাসীরা মুফতি তাকি উসমানির ওপর এভাবে হামলা চালিয়েছে। ন্যাক্কারজনক এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷
আন্তর্জাতিক সন্ত্রাসীরা অঘোষিতভাবে পুরো বিশ্বে মুসলমানদের ওপর আক্রমণ শুরু করেছে ৷ নিউজিল্যান্ডের ঘটনার এক সপ্তাহ না পেরোতে ই তারা আবারও শীর্ষ একজন আলেমের ওপর হামলা চালিয়েছে ৷ তাই বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সময়ের দাবি ৷
হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মুফতি তাকি উসমানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে তার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পাকিস্তান সরকারের কাছে দাবি জানান আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷
আইএ