শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

হাটহাজারীতে 'উম্মাহের বিপর্যয়, কারণ ও প্রতিকার' নিয়ে সেমিনার আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারীতে ‘উম্মাহর বিপর্যয়, কারণ ও প্রতিকার’ নিয়ে সেমিনার হবে আজ বৃহস্পতিবার। হাটহাজারী মডেল থানার সামনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

ইশা ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলা সভাপতি মুহাম্মদ আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেমিনারে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ ও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

এতে আরও বক্তব্য রাখবেন দারুল উলুম হাটহাজারীর সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহইয়া, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, দাওয়াহ বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল্লাহ নজীব, চট্টগ্রাম দারুল মা'আরিফ আল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল ড. আল্লামা জসিম উদ্দীন নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক মুহাম্মদ শহিদুল হক, আরবী বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর কালভী, রাজনৈতিক বিশ্লেষক সগীর আহমদ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী, ইঞ্জিনিয়ার রফিক, যুবনেতা মামুনুর রশিদ প্রমুখ।

এ ছাড়া, সেমিনারে বিশেষ প্রবন্ধ পাঠ করবেন প্রবন্ধকার ও ইসলামী রাজনীতি বিশ্লেষক শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম। সেমিনার শেষে সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ