আওয়ার ইসলাম: চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, কওমি মাদরাসা ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে নিয়ে রাশেদ খান মেননের বক্তব্যে আহত হয়েছি। আমিও কওমির সন্তান। কওমি মাদরাসা ও আল্লামা আহমদ শফীকে নিয়ে এভাবে বলা আমাকে আহত করেছে।
সোমবার (১১ মার্চ) বিকেলে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
একই ইস্যুতে গতকাল এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। এমনকি তিনি মেনন এর বক্তব্য এক্সপান্স করতে বলেন স্পিকারকে।
আবু রেজা নদভী বলেন, এই সংসদে দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দিয়ে আইন পাস হয়েছে। সকল সংসদ সদস্য একমত হয়ে আইন পাস করেছি। তাই এটার ওপর বিপরীত কথা বলা কোন রকম কাম্য নয়।
তিনি আরও বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা এমন কোন সিদ্ধান্ত নেন না, যতদিন পর্যন্ত উনি ফিজিবিলিটি স্টাডি না করেন। উনি কওমি মাদরাসার আইনটা ৯ বছর ধরে স্টাডি করেছেন। ৯ বছর স্টাডি করার পর আইন পাস করেছেন। এরপরে কথা বলা কাম্য নয়।
কওমি স্বীকৃতি ইস্যুতে আওয়ামী লীগ নেতাকর্মী ও উলামায়ে কেরামসহ সবাই খুশি হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
আরআর