বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


মুসলিম নারী ইলহাম ওমরের কাছে ট্রাম্পের পরাজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত শনিবার (৯ মার্চ) মার্কিন প্রতিনিধি পরিষদে গোঁড়ামি ও ঘৃণা-বিদ্বেষ বিরোধী একটি প্রস্তাব পাস করার পর প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার দেশের বর্তমান বিরোধী দল ডেমোক্রেটরাই হচ্ছে ইসরায়েল ও ইহুদিদের প্রধান বিরোধী।’

গত বৃহস্পতিবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের মুসলিম নারী কংগ্রেস সাংসদ ইলহাম ওমর ইহুদিবাদ ও ইসরায়েল বিরোধী বক্তব্য প্রদানের পর প্রতিনিধি পরিষদে এই প্রস্তাবটি পাস হয়। তখন প্রস্তাবের পক্ষে ভোট পড়ে মোট ৪০৭টি এবং বিপক্ষে পড়ে মাত্র ২৩ ভোট।

যেখানে ডেমোক্রেট দলের সকল সদস্যই এই মুসলিম নারী সদস্য ইলহান ওমরের বক্তব্যের পক্ষে তাদের সমর্থন প্রদান করেন। এর আগে তিনি পার্লামেন্টে ইসরায়েল বিরোধী বক্তব্য দিলে বিশেষ করে রিপাবলিকান দলের পক্ষ থেকে তাকে ব্যাপকভাবে সমালোচিত করা হয়।

মার্কিন প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব পাসের আগে এর ওপর চলা বিতর্কের সময় পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছিলেন, ‘হিংসা-বিদ্বেষ ও বর্ণবাদের অবসানের জন্য লড়াইয়ের ক্ষেত্রে আমেরিকান ও কংগ্রেস সদস্য হিসেবে আমাদের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও জরুরি দায়িত্ব রয়েছে।’

এই প্রস্তাব পাসের পর অ্যালাবামা অঙ্গরাজ্য সফরে যাওয়ার আগে সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘সে দিনের ভোটটি ছিল ভীষণ হতাশাজনক। আমি মনে করি এই প্রস্তাব পাস করা লজ্জাজনক।’

মার্কিন এ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি ভেবেছিলাম এর ফলাফল হবে অন্যটা। এটি ছিল অসম্মানের এবং আপনি যদি সৎ উত্তর পান তবে অন্য সবাইও তাই করে। এর মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে, মার্কিন ডেমোক্রেটরাই হচ্ছে ইসরায়েল ও ইহুদিদের প্রধান বিরোধী।’

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথম মুসলিম নারী কংগ্রেস সদস্য হিসেবে কোরআন শরীফের ওপর হাত রেখে শপথ নিয়ে ইতিহাস গড়েন ইলহান ওমর। বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ ও অতীতের সব রেকর্ড ভেঙে দু’জন মুসলিম নারী শপথ নেয়ায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিনিধি পরিষদ বৈচিত্রময় রূপ নিয়েছে।

মিনে সোটার ডেমোক্রেট দল থেকে নির্বাচিত ইলহান ওমর আগেও বেশ কয়েকবার মার্কিন রাজনীতির ওপর ইসরায়েল ও ইহুদিবাদী লবির বিপক্ষে ব্যাপক সমালোচনা করেছিলেন।

এরপর শুরু হয় নানা সমালোচনা ও ষড়যন্ত্র। সমালোচকরা ‘ইহুদি-বিদ্বেষের’ অস্ত্রে ঘায়েল করতে চায় ইলহান ওমরকে।তবে বিশ্লেষকরা বলছেন- বক্তব্য না, বরং ব্যক্তি ইলহান ওমরই সমালোচকদের প্রধান টার্গেট।রিপাবলিকানরা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প বারংবার ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ