আওয়ার ইসলাম: প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা, বেতুয়ার উদ্যোগে বার্ষিক ইসালে সাওয়াবের মাহফিল বুধবার (০৬ মার্চ) রাতব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে ছারছিনা দরবার শরিফের পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী বলেছেন, কাদিয়ানীরা মির্জা গোলাম কাদিয়ানীকে নবী মানে, তারা মানুষকে ধোঁকা দেয়, হজরত মুহাম্মদ সা.কে শেষ নবী মানে না। সরকারের কাছে আমাদের জোর দাবি, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
তিনি আরো বলেন, কাফের কাদিয়ানীদের পক্ষে দালালী ও দেশের সর্বজন শ্রদ্ধেয় শীর্ষ আলেম আল্লামা শাহ আহমদ শফীকে কটাক্ষ করে জাতীয় সংসদে অশোভন ভাষায় আক্রমণাত্মক বক্তব্য দানকারী রাশেদ খান মেননের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ইসলামপ্রিয় জনতার ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
মাহফিলের প্রধান আলোচক চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আ. ন. ম মাঈন উদ্দীন সিরাজী বলেন, কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে, সম্মানিত করে। আইয়ামে জাহেলিয়ার যুগে মানুষের সাথে কুরআনের সম্পৃক্ততা না থাকায় মানুষ পশুর চেয়েও নিকৃষ্টে পরিণত হয়েছিল। কিন্তু তারা পরে কুরআনের ছায়াতলে এসে সোনার মানুষে পরিণত হয়েছিল।
মাহফিলের পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী বলেন, রাসুল সা.-এর সুন্নাতের অনুসরণ ও অনুকরণকারীরাই রাসুলের প্রকৃত অনুসারী ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত। রাসুলের ইজ্জতের উপর নাস্তিক ও মুরতাদরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আঘাত হানার পর যারা নিরবতা পালন করে তারা কখনো রাসুলের অনুসারী হতে পারেনা।
মাহফিলে সভাপতিত্ব করেন জৈনপুরের পীর মাওলানা আয়াজ আহমাদ জুবাইরী সিদ্দিকী।
হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমিন হাশেমীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে আরো বয়ান করেন কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী, বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবু বকর সিদ্দিকী, ঢাকার আহম্মদবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী হাবিবুর রহমান হেলালী, মাধাইয়া বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা ছফিউল্লাহ, ভারতের মাওলানা আবদুস সাত্তার নূরী, মাওলানা এ কে এম মুহিব্বুল্লাহ হাশেমী প্রমূখ পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম।
আরআর