বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


কেরানীগঞ্জে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মোহাম্মদপুরের বসিলা সেতুর দক্ষিণ তীর দখল করে কেরানীগঞ্জের চরওয়াশপুরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।

আজ (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০ পর্যন্ত আমরা ১০টি পাকা স্থাপনা উচ্ছেদ করেছি। আজকেই বসিলার চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চলানো হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করেন।

তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে। মঙ্গলবার বসিলায় বুড়িগঙ্গার তীরের ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্টস লিমিটেড নামের একটি কোম্পানির ভরাট করা তুরাগ নদীর মূল চ্যানেল পুনরুদ্ধার শুরু করে প্রায় ২০ হাজার ঘনমিটার মাটি, বালি ও আবর্জনা অপসারণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ