আওয়ার ইসলাম: চট্টগ্রামের আছাদগঞ্জের বিভিন্ন আবাসিক ভবনে থাকা রাসায়ানিক গুদাম দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ অভিযানে রাসায়ানিক দ্রব্যের প্রায় ৫০টি দোকান আবাসিক এলাকা থেকে সরিয়ে বাণিজ্যিক ভবনে নিতে বলা হয়েছে। পাশাপাশি নিয়ম মেনে দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রথমবার অভিযান পরিচালনা করায় রাসায়ানিকের দোকান ও গুদাম মালিকদের সতর্ক করা হয়েছে। তবে এসব ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত না সরালে জেল-জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়।
-এএ