আওয়ার ইসলাম: বৈরি আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন তিন হাজার পর্যটক। আজ যাদের সেন্ট মার্টিন যাবার কথা তাদের অনেকেই কক্সবাজারের দিকে যাচ্ছেন।
আজ (৬ মার্চ) বুধবার সকাল থেকে বৈরি আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মুহা. শহীদুল ইসলাম বলেন, বজ্র মেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম ও এলসিটি কাজলের ব্যবস্থাপক মনির আহমদ বলেন, সতর্কসংকেতের কারণে আজ কোনো জাহাজ টেকনাফ থেকে ছেড়ে যেতে পারেনি।
তাই গত সোম ও মঙ্গলবার সেন্ট মার্টিনে বেড়াতে এসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়েছেন পর্যটকেরা।
সংকেত কেটে গেলে টেকনাফ থেকে জাহাজ গিয়ে তাদের ফেরত আনা হবে বলে জানান তারা।
-এএ