বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠিতে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মুমীন বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ মার্চ) রাতে পালিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, মুমীন বাপ্পী নলছিটি উপজেলার মিরহার গ্রামের ইউপি সদস্য মাসুম হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে সে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে উচ্চ শব্দে পিকনিকে গান বাজানো নিষেধ করায় স্থানীয় আব্দুল জলিল হাওলাদারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন এবং তার বাড়ির সামনের অংশ ভেঙ্গে ফেলেন ওই তরুণেরা। ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যান।

পরে গত শনিবার (২ মার্চ) রাতে, নিহতের ছেলে জিহাদ হাওলাদার ৬ জনের নামে মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ