আওয়ার ইসলাম: বাংলাদেশের একটি অন্যতম জেলা ব্রাহ্মণবাড়িয়া। যাকে বলা হয় উলামায়ে কেরামের সূতিকাগার। সেই ব্রাহ্মণবাড়িয়ার কওমী তরুণ-যুবকদের দ্বারা পরিচালিত, মানবসেবা মূলক সংগঠন ‘কওমী ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়’র উদ্যোগে শুক্রবার খৈয়াসারস্থ- আল ফজল ইসলামিয়া মাদ্রাসায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ জুনাইদ কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভাটির সভাপতিত্ব করেন, মাওলানা তোফায়েল আহমদ নোমান।
আলোচনা সভায় সংগঠনের বিগত (২০১৮) বছরের কমিটিকে বিলুপ্ত করে ২০১৯-২০ বর্ষের কর্যক্রম পরিচালনা করার জন্য কমিটি নবায়ন করা হয়।
নবগঠিত কমিটিতে কার্যনির্বাহী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫ জন; মাওলানা ইউসুফ ভূইয়া, মাওলানা মাসুদ খান, মাওলানা তোফায়েল আহমদ নোমান, মাওলানা ইসমাঈল, মাওলানা এরশাদুল্লাহ্ কাসেমী।
এবং শুরা সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৫ জন; মুফতি বিনইয়ামিন, মাওলানা আ. জলিল, মাওলানা আকবর হোসাইন, মাওলানা আসাদুল্লাহ, ইফতিখার জামীল, খালেদ সাইফুল্লাহ, মাওলানা ইসমাঈল, সাইফুল ইসলাম, ইকরামুল মারজান, সাঈদ সালমান, বরকতুল্লাহ ইমরান, সাব্বির পাঠান, মুহাম্মদ রনি, ওলি উল্লাহ, রেদুওয়ান আনসারি।
এবং প্রায় অর্ধশত সাধারণ সদস্যের এই কমিটির দ্বিতীয় বারের মতো আমীর নিযুক্ত হয়েছেন, হাফেজ মাওলানা জুনাঈদ কাসেমী।
হাফেজ সাঈদ সালমানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে আরম্ভ হওয়া আলোচনা সভাটি বাদ মাগরিব মাওলানা তোফায়েল আহমদ নোমান এর দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
আরআর