আবদুল্লাহ তামিম: গেলো ফেব্রুয়ারিতেই সিরিয়া যুদ্ধ বিরতি সত্ত্বেও কমপক্ষে ২৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আজ শুক্রবার লন্ডন ভিত্তিক অধিকার রক্ষাকর্মীর মাসিক প্রতিবেদনে এ তথ্যগুলো উঠে এসেছে। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) এর এ প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত ৫৪ শিশু ও ৫০ জন নারী ছিল।
আরো বলা হয়, আসাদ শাসনের আঘাতে ৩১ শিশু ও ১৭ জন নারীসহ ১০৮ নাগরিক নিহত হয়েছে শুধুমাত্র একমাসে। ২০১৪ সালে দেশের সন্ত্রাসীগোষ্ঠীগুলোর সাথে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট একত্রিত হয়েছিল, রিপোর্ট অনুযায়ী, চারটি শিশু ও ৪ জন নারীসহ ১৭ সিরিয়ার নাগরিকের মৃত্যুতে দায়ী ছিল।
সন্ত্রাসীদের হাতে এরপর ৭৭ জন বেসামরিক নাগরিকের মৃত্যুরজন্য যুক্তরাষ্ট্র সেনা পাঠায় সন্ত্রাস দমনে। আর এখন শত শত নিহত হচ্ছে তাদেরই হাতে।
কয়েক বছরের সন্ত্রাস বিরুধী অভিযানে নারী ও শিশু সহ প্রায় ৪০.০০০ হাজার মানুষের জীবন নিয়েছে তারা।
এনজিওর বরাতে আরো জানা আরও বলেছে যে, গত বছর সিরিয়ায় প্রায় ৭০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
২০১১ সালে শুরু হওয়া একটি বিধ্বংসী সংঘাত থেকে শুরু হয়েছিল এ হত্যার লিলাখেলা বাশার আল-আসাদের শাসন অপ্রত্যাশিত হিংস্রতার কারনে বিক্ষোভকারীরা হতাশ হয়ে পড়ে। আর সে কারণে আজ নিরীহ মানুষ জীবন হারাচ্ছে অকাতরে।
ইয়ানি শাফাক ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি