বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সিরিয়ায় মৃত্যুর মিছিল: এক মাসে ২৪৬ হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গেলো ফেব্রুয়ারিতেই সিরিয়া যুদ্ধ বিরতি সত্ত্বেও কমপক্ষে ২৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার লন্ডন ভিত্তিক অধিকার রক্ষাকর্মীর মাসিক প্রতিবেদনে এ তথ্যগুলো উঠে এসেছে। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) এর এ প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত ৫৪ শিশু ও ৫০ জন নারী ছিল।

আরো বলা হয়, আসাদ শাসনের আঘাতে ৩১ শিশু ও ১৭ জন নারীসহ ১০৮ নাগরিক নিহত হয়েছে শুধুমাত্র একমাসে। ২০১৪ সালে দেশের সন্ত্রাসীগোষ্ঠীগুলোর সাথে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট একত্রিত হয়েছিল, রিপোর্ট অনুযায়ী, চারটি শিশু ও ৪ জন নারীসহ ১৭ সিরিয়ার নাগরিকের মৃত্যুতে দায়ী ছিল।

সন্ত্রাসীদের হাতে এরপর ৭৭ জন বেসামরিক নাগরিকের মৃত্যুরজন্য যুক্তরাষ্ট্র সেনা পাঠায় সন্ত্রাস দমনে। আর এখন শত শত নিহত হচ্ছে তাদেরই হাতে।

কয়েক বছরের সন্ত্রাস বিরুধী অভিযানে নারী ও শিশু সহ প্রায় ৪০.০০০ হাজার মানুষের জীবন নিয়েছে তারা।

এনজিওর বরাতে আরো জানা আরও বলেছে যে, গত বছর সিরিয়ায় প্রায় ৭০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

২০১১ সালে শুরু হওয়া একটি বিধ্বংসী সংঘাত থেকে শুরু হয়েছিল এ হত্যার লিলাখেলা বাশার আল-আসাদের শাসন অপ্রত্যাশিত হিংস্রতার কারনে বিক্ষোভকারীরা হতাশ হয়ে পড়ে। আর সে কারণে আজ নিরীহ মানুষ জীবন হারাচ্ছে অকাতরে।

ইয়ানি শাফাক ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ