বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার সিরাত মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি>

আল-জামিয়াতুল ইমদাদিয়া ও কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের উদ্যোগে দুইদিন ব্যাপি সিরাতুন্নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আগামীকাল ১মার্চ শুক্রবার থেকে কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত আজিম উদ্দীন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলন আগামীকাল ১ মার্চ শুক্রবার থেকে শুরু হয়ে ২মার্চ শনিবার মধ্যরাতে আখেরী মুনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।

উক্ত সীরাত সম্মেলনে প্রথম দিন, (১মার্চ শুক্রবার) আল্লামা আজহার আলী আনোয়ার শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি কিফায়াতুল্লাহ আল আযহারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী চিন্তাবিদ আল্লামা লুৎফুর রহমান ফরায়েজী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি নজরুল ইসলাম।

দ্বিতীয় দিন (২মার্চ শনিবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শরীফ মুহাম্মাদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি যুবায়ের আহমদ কাসেমী।

উক্ত মাহফিলে এছাড়া দেশের শীর্ষ আরো ওলামায়ে কেরাম,এবং দেশ বরেণ্য পীর মশায়েখ ও ইসলামি চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন।

সেই সাথ উক্ত মাহফিলে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত সম্মেলনে অংশগ্রহণ করে নিজের জীবনকে সুন্নতের উপর পরিচালনা করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের সভাপতি আল্লামা আজহার আলী আনোয়ার শাহ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ