বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে দোয়ার মাহফিল স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম রহ.-এর স্মরণে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা, বেতুয়ার উদ্যোগে আয়োজিত ইসালে সাওয়াব ও দোয়ার মাহফিল বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মাহফিলের পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী। তিনি জানান, আগামী শুক্রবার (০১ মার্চ) এ মাহফিলের দিন তারিখ ধার্য ছিল।

কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে মাহফিল ময়দানে পানি জমে গিয়েছে। তাই আজ বিকেলে মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তা স্থগিত ঘোষণা করেছেন। খুব শীঘ্রই পরিচালনা কমিটি মাহফিলের নতুন তারিখ নির্ধারণ করবেন।

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিন হাশেমী বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাহফিল পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তা স্থগিত করা হয়েছে। যা ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিদের জানিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরের মার্চ মাসের প্রথম শুক্রবার রাতব্যাপী মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে ইসালে সাওয়াব ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এতে কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে হাজার হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করে থাকেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ