বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


বান্দরবানের ক্ষুদ্র চাষীদের মধ্যে ২৬ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা এবং ব্যাংকিং সহায়তার মাধ্যমে কৃষকের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক বান্দরবান শাখার উদ্যোগে ঋণদান কর্মসূচি শুরু হয়েছে।

আজ (২৭ ফেব্রুয়ারি) বুধবার সকালে প্রকাশ্যে ঋণ বিতরণ এবং ঋণ আদায় মহাক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষিব্যাংক (বিকেবি) এর চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন ঋণ বিতরণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রায় ২৬ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে ফসল ঋণ খাতে ১২ লাখ টাকা এবং কৃষি সংশ্লিষ্ট অন্যান্য খাতে ১৪ লাখ টাকার ঋণ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেবি চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ নুরুন্নবী এবং বান্দরবানের আঞ্চলিক ব্যবস্থাপক উৎপল কুমার চক্রবর্তী এবং শাখা ব্যবস্থাপক এস জে খালেদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ