আওয়ার ইসলাম: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আলুবোঝাই ট্রাক থেকে এক হাজার ফেনসিডিল উদ্ধার করে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার র্যাব-১ এর অধিনায়ক সারওয়ার-বিন-কাশেম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে গাজীপুরের নাওজোড় বাইপাস সড়কে অভিযান চালিয়ে ওই ফেনসিডিল উদ্ধার এবং মিজানুর রহমান ও রুবেল শেখ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
সারওয়ার-বিন-কাশেম বলেন, রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র্যাবের একটি চেকপোস্ট চলছিল। একটি ট্রাককে থামতে সিগন্যাল দেওয়া হলে চালক ট্রাক রেখে দৌড় দেয়। র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
আলুবোঝাই ট্রাকটি তল্লাশি করে বস্তার ভেতরে লুকিয়ে রাখা চারটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। সেগুলোর ভেতর পাওয়া যায় এক হাজার বোতল ফেনসিডিল। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ এক হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১ অধিনায়ক এ বিষয়ে বলেন, চক্রটি পণ্য পরিবহনের আড়ালে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।
-এটি