আওয়ার ইসলাম: কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে এক হাজার কেজি বোমা বর্ষণ করেছে ভারতীয় বিমান বাহিনী। খবর এনডিটিভি-এর।
ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, এই আক্রমণে তাদের লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
এদিকে ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তান বলেছে, এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ভারতজুড়ে পাকিস্তানবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে।
এ হামলার পর থেকে কাশ্মীরিদের ওপর নির্যাতন বেড়ে চলছে।পুলওয়ামার হামলার পর থেকে মোদি সরকার দেশটির সেনাবাহিনীকে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ধরনের ক্ষমতা প্রদান করা হয়।
আরএম/