আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ হবে না, কেন অতিদ্রুত কেমিক্যাল গোডাউন সরানো হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
গতকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বলেন, রাজধানীর চকবাজারে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের দায় কাউকে না কাউকে নিতে হবে।
আগুনে মানুষ পুড়ে মরে, তাহলে সিটি করপোরেশন কী করে? শুধু আন্তরিক হলে হবে না, কাজ করতে হবে। এটাকে দুর্ঘটনা বলা যাবে না। এটা অবহেলা। এর দায় কাউকে না কাউকে নিতে হবে। একজন দায়িত্বশীল আরেকজনের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন এটা ঠিক না।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে দশটায় শুরু হয়ে পরের দিন সকাল পর্যন্ত জ্বলতে থাকা আগুনের ওই ঘটনায় ৭৮ জনের প্রাণহানি ঘটে আহত হয় আরো প্রায় অর্ধশত।
-এটি