বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কাজ করছিল’ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা

‘ঘুষ খাওয়া সংস্কৃতির অবসান ঘটাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্ধতিগত কারণেই এ দেশে ঘুষ খাওয়া সবচেয়ে সহজ কাজ। যাদের মান-সম্মানের ভয় নেই, আত্মমর্যাদাবোধ নেই, তাদের পক্ষে ঘুষ খাওয়া সত্যিই সহজ।এই লজ্জাহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হলে দুদক কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। ঘুষখোরদের আইনের আওতায় আনতে হবে। তারা যেন লজ্জা পান, সেই ব্যবস্থা করতে হবে।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন।

ইকবাল মাহমুদ বলেন, যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেন না বা করতে পারেন না, তারা ঘুষখোর-দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের মতোই। তারাও দুর্নীতিবাজ।

তিনি বলেন, দুদকের অনুসন্ধান ও তদন্ত পরিপূর্ণভাবে ডকুমেন্ট তথা কাগজনির্ভর। তবে আইন অনুসারে অনুসন্ধান বা তদন্তকাজে কমিশনের বিশেষ ক্ষমতা রয়েছে।

অনুসন্ধান বা তদন্ত সংশ্লিষ্ট তথ্য পেতে যে কোনো ব্যক্তিকে নির্দেশ দিতে পারে কমিশন। তদুপরি কেউ এই নির্দেশ পরিপালন না করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ায় কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদানের বিধানও রয়েছে।

কর্মকর্তাদের উদ্দেশে ইকবাল মাহমুদ বলেন, নিজে দুর্নীতিমুক্ত না হলে, আচরণে উৎকর্ষ না থাকলে কেউ শ্রদ্ধা করে না। এটা সবার মাথায় রাখতে হবে। সবাই পদোন্নতি পেতে চান, কিন্তু দায়িত্ব নিতে চান না। এটা অযৌক্তিক।

তারপরও আমাদের কেউ কেউ অন্য হোটেলে খেতে যান। আমি এর কারণ বুঝি না। তিনি বলেন, ব্যক্তি কখনো অন্য ব্যক্তিকে পরিবর্তন করতে পারেন না। নিজেই নিজেকে পরিবর্তন করতে হয়।

আইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ