আওয়ার ইসলাম: কলম্বিয়ার সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটির কূটনীতিকদের ভেনিজুয়েলা ত্যাগের আল্টিমেটামও দিয়েছেন তিনি।
রাজধানী কারাকাসে শনিবার মাদুরো তার সরকারের সমর্থনে আয়োজিত বিশাল জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
তিনি বলেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপে সহযোগিতা করার কারণে কলম্বিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে কলম্বিয়ার সীমান্তে আটকে আছে যুক্তরাস্ট্রের পাঠানো ত্রাণ।মাদুরোর অভিযোগ, এসব লোক দেখানো ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটাবে যুক্তরাষ্ট্র।
মাদুরো এসব ত্রাণ কোন ভাবেই ভেনিজুয়েলাতে প্রবেশ করতে পারবে না বলে প্রতিজ্ঞা করেছে।
তবে দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো জানিয়েছে যেকোন প্রকারে কলম্বিয়া সীমান্ত দিয়ে ত্রাণ ঢোকাবে। এনিয়ে গতকাল কলম্বিয়া সিমান্তে ভয়াবহ সংঘর্ষ বাঁধে।
কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে ত্রাণ প্রবেশ নিয়ে সংঘর্ষের জেরে ২৮৫ জন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছে ৩৭ জন। ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনী এসব লোকের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে।
সূত্র: সিএনএন, বিবিসি
-আইএ