তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী বেশ কিছুদিন যাবৎ অসুস্থ৷ বর্তমানে তিনি নিউ দিল্লির মেট্রো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন৷
জানা যায়, আল্লামা আরশাদ মাদানি বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর গত ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অবস্থা কিছুটা বেগতিক হলে, তাকে নিউ দিল্লি মেট্রো হাসপাতালে আনা হয়৷ এর পূর্বে স্বাভাবিক জ্বর ও শরীর কাঁপুনির দরুন অন্য একটি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন৷
আল্লামা আরশাদ মাদানির অসুস্থতাকে কেন্দ্র করে, ভারতজুড়ে শঙ্কায় পড়েছেন ইসলামী ব্যক্তিত্বগণ৷ ভারতের বিভিন্ন রাজ্যে মসজিদ ও মাদরাসাগুলোতে ভিন্ন ভিন্নভাবে একাধিক স্থানে দোয়ার এন্তেজাম করা হয়েছে৷
এ ব্যাপারে জমিয়তে উলামায়ে হিন্দ মোম্বাইয়ের জেনারেল সেক্রেটারি মাওলানা হালীমুল্লাহ কাসেমী বলেন, মোম্বাইয়ের বিভিন্ন মসজিদ-মাদরাসাসহ ভারতের বহুস্থানে দোয়ার এন্তেজাম করা হয়েছে৷ আমরা হুজুরের জন্য সকলের নিকট দোয়া চাই৷
মাওলানা আরশাদ মাদানীর অসুস্থতার খবর পেয়ে দিল্লি মেট্রো হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন মাওলানা সা'দ কান্ধলবী৷ এ সময় দুজনের বিভিন্ন বিষয়ে কথোপকথন হয়৷ আল্লামা আরশাদ মাদানির ছেলে মাওলানা হুসাইন মাদানি আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন৷
জমিয়তে উলামায়ে হিন্দের প্রেস সচিব মাওলানা ফজলুর রহমান জানান, চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে রোগির অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। চিন্তার কোন কারণ নেই। দ্রুত সুস্থ হয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা।
-এএ