আওয়ার ইসলাম: উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ৮৬ উপজেলার মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে।
প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন আজ বুধবার তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।গতকাল মঙ্গলবার ছিল এ ধাপের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
আজ বুধবার ইসির সহকারী সচিব আশফাকুর রহমান সাংবাদিকদের জানান, প্রথম ধাপে এ পর্যন্ত ১৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার পাঠিয়েছেন।
এরমধ্যে চেয়ারম্যান ৭ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন ৭ জন। পঞ্চগড়ের বোদা, নীলফামারী সদর, জয়পুরহাট সদর এবং জামালপুরের সদর উপজেলা, সরিষাবাড়ি, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।
ভাইস চেয়ারম্যান ৫ জন হলেন, জামালপুরের সরিষাবাড়ি, মেলান্দহ ও মাদারগঞ্জ; সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর।
নারী ভাইস চেয়ারম্যান ৭ জন হলেন, লালমনিরহাট সদর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর; নাটোর সদর. রাজশাহীর গোদাগাড়ী এবং জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ।
ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, প্রথম ধাপে ৮৬ উপজেলার মধ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ১০৬১ জন। দুটি উপজেলায় (মেলান্দহ ও মাদারগঞ্জ) সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রার্থীরা।
এ ধাপে চেয়ারম্যান পদে ২৮০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৮২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩০৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রথম ধাপে ১০ মার্চ ভোটের পর সবার ফল গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।
সব ধরনের আনুষ্ঠানিকতা সেরে গেজেট প্রকাশের জন্য ইসির কাছে রিটার্নিং অফিসারের একীভূত তথ্য দেওয়া হবে বলে জানান আশফাকুর রহমান।
এদিকে দ্বিতীয় ধাপেও ২৫ জন একক প্রার্থী রয়েছেন। বাছাই শেষে বৈধ প্রার্থী হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
পঞ্চম উপজেলা পরিষদের ভোট হচ্ছে পাঁচ ধাপে। মার্চের ১০, ১৮, ২৪ ও ৩১ তারিখ ভোট হবে চার ধাপের।এরমধ্যে প্রথম ধাপে ৮৬ উপজেলা এবং দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
তৃতীয় ধাপে ১২৭ উপজেলা ও চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট হবে। পঞ্চম ধাপে বাকি উপজেলার ভোট হবে ১৮ জুন।
-এটি