আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিদ্রোহী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ফের ভারতীয় চার সেনা নিহত হয়েছে। এর মধ্যে একজন মেজরও রয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার সারা রাত ধরে সংঘর্ষের পরে ভারতের চার জওয়ান প্রাণ হারিয়েছেন।
খবরে বলা হয়, কাশ্মিরের পিঙ্গলান এলাকায় বিদ্রোহীরা আত্মগোপনে আছে এমন খবর পেয়ে সেনারা অভিযান চালায়। উভয় তরফের মধ্যে সংঘর্ষের ফলে নিহত হয়েছেন চার জোয়ান। সূত্র অনুসারে আপাতত গোলাগুলি বন্ধ হয়েছে , কিন্তু তল্লাশি অভিযান চলছে।
ভারতের যে চার জন জওয়ান নিহত হয়েছেন তাদের মধ্যে ভারতীয় সেনার মেজরও রয়েছেন। ভারতীয় সেনার তরফ থেকে এরই খবর সত্য বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, রাত প্রায় ১২ টা থেকে সংঘর্ষ শুরু হয়, আর তা চলে আড়াইটা পর্যন্ত। ধারণা করা হচ্ছে সংঘর্ষের পরে বিদ্রোহীরা ঘটনাস্থল থেকে পালতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কয়েকজন জওয়ান আহতও হয়েছেন।
পুলিশ সূত্র থেকে জানা গেছে এই সংঘর্ষের ফলে একজন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার ভারতীয় সেনার গাড়ি বহরে আত্মঘাতী হামলা হয়। যাতে সিআরপিএফের ৪০ জন জওয়ান প্রাণ হারায়। আহতের সংখ্যাও যথেষ্ট। সে ঘটনার পর ভারত পাকিস্তান ও কাশ্মিরে চরম উত্তেজনা চলছে। এর মধ্যেই রোববার ভারতীয় চার সেনা নিহত হলো।
আরআর