বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ট্রাম্প প্রশাসনকে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি। কমিটির সদস্যরা এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কাছে চিঠি লিখেছেন।

পাশাপাশি তারা বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য ট্রাম্প প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ।

কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রধান, এশিয়া ও প্যাসিফিক সাব-কমিটির নেতাসহ ছয়জন কংগ্রেসম্যান চিঠিতে স্বাক্ষর করেছেন। পাশাপাশি পেন্টাগন থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগগুলো ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে কংগ্রেসের সদস্যরা চিঠিতে উল্লেখ করে বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নেতিবাচক গতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।

বিশেষ করে ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে বলে অভিযোগ আছে। ইন্দো-প্রশান্ত অঞ্চলে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করা মার্কিন স্বার্থেই জরুরি এবং বাংলাদেশে নির্বাচনে অনিয়মের যে অভিযোগ আসছে, তা ওইসব স্বার্থের জন্য বড় হুমকি।

বাংলাদেশে গণতন্ত্রচর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, নির্বাচনের সময় সংঘর্ষ, গণগ্রেফতার এবং বাকস্বাধীনতার ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে।

নির্বাচনের ফল তুলে ধরে বলা হয়, সরকারের নিয়োগ করা নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনকে বৈধ ঘোষণা করলেও আমরা (মার্কিন কংগ্রেস) বিশ্বাস করি অনিয়মের যেসব অভিযোগ উঠেছে তা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

ভোট গ্রহণ শুরুর আগে কিছু জায়গায় ব্যালট বাক্সপূর্ণ দেখতে পাওয়ার ঘটনা, আওয়ামী লীগের ভোট কেন্দ্র দখলসহ বেশকিছু অভিযোগের কথা সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে উল্লেখ করা হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ