আওয়ার ইসলাম:
পবিত্র কাবা শরিফ পরিদর্শন করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। মঙ্গলবার অনেকটা আকস্মিকভাবে কাবা শরিফ পরিদর্শন করেন তিনি।
সিএনএন-এর খবরে প্রকাশ, পবিত্র কাবার পুনঃসংস্কারের পর সম্প্রসারিত প্রকল্পগুলো দেখার জন্য বিন সালমান মক্কা সফর করেন। তবে কাবায় তার আগমনের বিষয়টি অনেকেই জানতেন না। মোহাম্মাদ বিন সালমানের এই সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি সিএনএন।
অনেক বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে আসা যুবরাজকে কাবায় স্বাগত জানান কাবা শরিফের খতিব শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসসহ সরকারি কর্মকর্তারা। ছবিতে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে নানাভঙ্গিমায় দেখা যায়।
মঙ্গলবার সকালে বিন সালমানের ছবিগুলো টুইটারে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং ছবিগুলোর প্রতি মানুষ যথেষ্ট আগ্রহ দেখায়।
প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী অভিযানের নামে রাজপরিবারের বহু সদস্যকে আটক ও নির্যাতনসহ নানা বিষয়ে আলোচিত-সমালোচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
কেপি