আওয়ার ইসলাম: কোনো শিশু যখন মরণরোগে আক্রান্ত হয়, তখন তার গোটা পরিবারে বিষাদের ছায়া নামে। আর সেই বিষাদকেই যেচে নিজের কাছে আনেন তিনি!
নাম তার মোহাম্মদ বোজেক। লিবিয়ান বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক এপর্যন্ত মরণাপন্ন ৮০ জন শিশুকে দত্তক নিয়েছেন।
শিশু দত্তক নেন অনেকেই। কিন্তু মরণব্যাধিতে আক্রান্ত শিশুদের দত্তক নেওয়ার মানুষ এই একজনই, মোহাম্মদ বোজেক।
১৯৭৮ সালে লিবিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান বোজেক। তারপর থেকে বিগত কয়েক দশক ধরে মরণব্যাধিতে আক্রান্ত শিশুদের দত্তক নেওয়ার কাজ করে চলেছেন তিনি।
কোনও স্বেচ্ছাসেবী সংস্থার প্ররোচনায় নয়; একেবারে ব্যক্তিগত উদ্যোগেই এ কাজ করে চলেছেন বোজেক। যে শিশু দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মরণাপন্ন এবং অসহায়, তাকেই আশ্রয় দেন তিনি। ইতোমধ্যে প্রায় ৮০টি শিশুকে দত্তক নিয়েছেন তিনি। তার মধ্যে ১০টি শিশু অসুখে প্রাণ হারিয়েছে। সে কষ্ট তিনিও পেয়েছেন। কিন্তু এ কাজ থেকে বিরত হননি।
যেসময় মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ চরমে উঠছে, সেসময় এক অনন্য নজীর গড়েছেন এই ব্যক্তি। তবে এজন্য তিনি কোন হাততালি বা প্রশংসা পেতে চান না। শুধু মানবিক তাগিদেই এ কাজ করে চলেছেন তিনি।
কেপি