আওয়ার ইসলাম: কর্ণফুলী নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের চতুর্থ দিনে মোট ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এতে দখলমুক্ত করা হয়েছে ৭ একর ভূমি।
আজ (৮ ফেব্রুয়ারি) শুক্রবারেও অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসনের পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলছে। অভিযানে শুরু থেকে উচ্ছেদের আধুনিক সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। উচ্ছেদ অভিযানে চসিক ১টি লংবুম এস্কাভেটর দিয়েছে। যা ১ হাজার শ্রমিকের সমান কাজ করছে ।
চসিকের পরিবহন পুলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক বলেন, অভিযানের শুরু থেকে বুলডোজার, বেক হো লোডার, ডাম্প ট্রাক দিয়েছি আমরা। কয়েক দিন আগে আমরা ৫০ ফুট দীর্ঘ একটি লংবুম এস্কাভেটর অভিযানে পাঠিয়েছি। এটি দূর থেকে নিরাপদে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ব্যবহৃত হচ্ছে। ১ হাজার শ্রমিক স্থাপনা ভাঙার যে কাজ করতো লংবুক এস্কাভেটর সেটি খুব অল্প সময়ে করছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্ণফুলীর পাড়ে উচ্ছেদের চতুর্থ দিন বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এতে দখলমুক্ত করা হয়েছে ৭ একর ভূমি।
-এএ