আওয়ার ইসলাম: তাবলিগের বিবদমান দুপক্ষ দুদিন করে চারদিন ইজতেমার আনুষ্ঠানিকতা পালন করবে বলে জানা যায়।
আজ মঙ্গলবার বিরোধ মেটাতে ধর্ম মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহ ব্রিফ করেন।
তিনি জানান, আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চার দিন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এবার এক পর্বেই হবে ইজতেমা।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘তাবলিগ জামাতের দু’পক্ষের সঙ্গে গত বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল, ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজ উভয়পক্ষের মতামতের ভিত্তিতে তিন দিনের পরিবর্তে চার দিন ইজতেমা করা হবে।’
তিনি আরও বলেন, ‘প্রথম দু’দিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন। আর শেষের দু’দিন পরিচালনায় থাকবেন সৈয়দ ওয়াসিফ ইসলাম।’
তিনি আরো বলেন, মাওলানা সাদপন্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আরো দুইদিন বাড়ানো হয়েছে ইজতেমা। ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভি না আসারই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে ইজতেমায় নিজামুদ্দিন থেকে জামাত আসবে।
-এটি