আওয়ার ইসলাম: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন দুদকের দায়ের করা ৩৩টি মামলার ভুল আসামি জাহালম (৩২)।
গতকাল রোববার দিবাগত রাত ১২-৫৬ মিনিটের দিকে আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন।
মুক্তির পর যাদের কারণে বিনা অপরাধে জেল খেটেছেন তাদের বিচারের দাবি করেছেন। এছাড়া সুষ্ঠু তদন্ত ছাড়া কাউকে যেন গ্রেপ্তার না করা হয় তারও দাবি জানিয়েছেন জাহালম।
দুদকের দায়ের করা মামলায় ভুল আসামি জাহালমকে রোববার সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় আদালত তাকে তাৎক্ষণিকভাবে কারাগার থেকে মুক্তির নির্দেশও দেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আদালতের নির্দেশে জাহালমকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি ২০১৬ সালের ২৭ মে থেকে এ কারাগারে বন্দি ছিলেন।
-এএ