আওয়ার ইসলাম: ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এর উদ্যোগে সিরাতুন্নবী সা. ইভেন্ট এর পুরস্কার বিতরণ ও সুধি সমাবেশ ১৪ ফেব্রুয়ারি।
১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে অনুষ্ঠিত হবে এ পরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন, স্বপ্নচারী লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, কবি, শিল্পী ও গবেষক মুহিব খান, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর।
প্রথমবারের প্রতিযোগিতার মতো এবারও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন।
প্রতিযোগিতায় অংশ নেয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব। তিনি বলেন, শত শত চিঠি আমাদের মেইল ও চিঠি বক্সে এসে জমা হয়েছে। সারাদেশ থেকে নবিপ্রেমিরা চিঠিতে চিঠিতে রাসুলের প্রেমের কথা লিখেছে মানের মাদুুরি মিশিয়ে। আমদের বিচারকরা চিঠি সম্পাদনা করছেন, চলছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণের কার্যক্রম।
গুরুত্বপূর্ণ পুরস্কার অপেক্ষা করছে প্রতিযোগীদের জন্য। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিনুল ইসহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরন্য আলেম-ওলামা, লেখক ও কবি-সাহিত্যিকগণ।
এ প্রতিযোগিতার গর্বিত অংশিদার অভিজাত প্রকাশনী মাকতাবাতুল ইসলাম, ই-কমার্স বিজনেসে আস্থা ও বিশ্বাসের প্রতীক মেগা বুকশপ রকমারি, মাদানী কুতুবখানা, মাকতাবাতুল ইসলাম ও সার্ফ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ।
-এটি