আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকছেন না বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।
তবে এই দুই নেতার পরিবর্তে সেখানে অন্তর্ভুক্ত হবেন গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান।
ঐক্যফ্রন্টের সঙ্গে নানা বিষয়ে মতের গরমিল এবং বিএনপির ওপর ঐক্যফ্রন্টের চাপের কারণে দুই নেতা সরে যাচ্ছেন বলে জানা গেছে।
খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ নিজ থেকেই ঐক্যফ্রন্টে থাকতে অনীহা প্রকাশ করে সরে যাচ্ছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির টানাপোড়েন শুরু হয়। সেটি সামাল দেয়ার চেষ্টা করছে দলটি।
জানা যায়, বিএনপির নীতিগত বিষয় নিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের হস্তক্ষেপ, জামায়াতকে ধানের শীষ প্রতীক দেয়া এবং ঐক্যফ্রন্টের সঙ্গে থাকলে ভবিষ্যতে বিএনপি অস্তিত্ব সংকটে পড়তে পারে; এমন শঙ্কা থেকেই ঐক্যফ্রন্টের বিষয়ে দুই নেতা বারবার দ্বিমত পোষণ করেন। শেষ পর্যন্ত তারা সরে দাঁড়াতে যাচ্ছেন।
এ বিষয়ে বিএনপির কোনো নেতা মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি।
আরআর