হামিম আরিফ: স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে কাল বুধবার বিশ্ব ইজতেমা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকালে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে চলতি বছরের ইজতেমার ঘোষণা হতে পারে বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র।
জানা যায়, সকাল সাড়ে ১০ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে তাবলিগ জামাতের দুই গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও।
যদিও ইজতেমার তারিখ ঘোষণার আগে একটি প্রতিনিধি দলের ভারত সফর করার কথা। সেটির জন্য প্রতিনিধি দলের নামও ঘোষণা করা হয়েছে। তবে তাবলিগ নিয়ে দারুল উলুম দেওবন্দের সাম্প্রতিক সতর্কবার্তা প্রকাশ হওয়ার পর দেওবন্দ যাওয়া না যাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। যে কারণে এ সফর পিছিয়েই যাচ্ছে।
তবে সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত প্রতিনিধি দল দেওবন্দ সফর করবে, কিন্তু সেখানে মাওলানা সাদপন্থীদের থাকার সম্ভাবনা কম। এমনকি সরকারি কোনো কর্মকর্তারও যাওয়া নিয়ে শংসয় দেখা দিয়েছে।
অবশ্য ভারতীয় হাইকমিশন এ সফর এ মহূর্তে না করার পক্ষে। তবে এসবই নির্ধারিত হবে আগামীকালের গুরুত্বপূর্ণ এ বৈঠকে।
জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহ উপস্থিত থাকবেন।
তাবলিগের উভয় গ্রুপ থেকে আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মোহাম্মদ জুবায়ের, মাওলানা রবিউল হক, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, মাওলানা আশরাফ আলী, সৈয়দ ওয়াসিফুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন।
এর আগে ২১ জানুয়ারি বিকাল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাবলিগ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলেম-উলামাদের উপস্থিত থকার কথা থাকলেও কোনো প্রতিনিধি উপস্থিত হননি। এ কারণে ইজতেমার তারিখ বিষয়ে আলোচনা স্থগিত রাখা হয়।
প্রতিবছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। এবার উভয় গ্রুপের মুখোমুখি অবস্থানের ফলে জটিলতা দেখা দিয়েছে। তবে ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শেখ আবদুল্লাহ ইজতেমার অনিশ্চয়তা প্রসঙ্গে বলেন, টঙ্গী ময়দানে ইজতেমা হবেই। আমরা উভয়পক্ষকে একত্রে ইজতেমা করার বিষয়ে জোর দেব।
এদিকে দারুল উলুম দেওবন্দও চাচ্ছে দ্রুত বিষয়টি নিরসন হোক। তাবলিগে ফিরে আসুক পূর্বের স্বস্তি। এ লক্ষ্যে তারা বাংলাদেশের প্রতিনিধি দলকে তারা আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্রও পাঠিয়েছে। চিঠি লিখেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী।
আরআর