আওয়ার ইসলাম: উপজেলা পরিষদ নির্বাচন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন সারাদেশে একই সময়ে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
পাঁচ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন করবে কমিশ। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠান। আর উপজেলা নির্বাচনের পাশাপাশি ডিএনসিসি উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
ফেব্রুয়ারি মাসে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে মার্চ মাস থেকে পাঁচ ধাপে উপজেলা নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উপজেলা নির্বাচন আরও একধাপ বাড়তে পারে বলে জানা যায়।
ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘উপজেলা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন উভয় নির্বাচন একসাথে করার প্রস্তুতি নিচ্ছে ইসি।
-আরএইচ