আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আর এ কারণে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালায় ইভিএমের ব্যবহার যুক্ত করে সংশোধন করবে ইসি।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচন মার্চ মাসের দিকে অনুষ্ঠিত হবে। খুব বেশি সময় নেই হাতে। আগামী কমিশন সভায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা সংশোধন নিয়ে কথা হবে। তারপর সিদ্ধান্ত হবে।
আগামী রোববার কমিশন সভা হতে পারে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালায় দু-একটি সংশোধনও আনা হতে পারে।
তবে উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আগে এ বিষয়ে মন্ত্রণালয়ের অনাপত্তি লাগবে। এরপরই ইসি তা সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, এবারই প্রথম জাতীয় নির্বাচনে ৬ টি আসনে ইভিএম ব্যবহার করা হয়। যদিও বিরোধী দলগুলো ইভিএমে আপত্তি জানিয়েছিল।
আরআর