বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

দুদকের পরিচালক পদে ৬২ কর্মকর্তার পদোন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে ১৩, উপপরিচালক পদে ২৭ ও সহকারী পরিচালক পদে ৩৫ জনের পদোন্নতি হয়েছে।

আজ সোমবার সংস্থাটির পরিচালক (প্রশাসন ও সংস্থাপন) জালাল সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা-

উপপরিচালক থেকে পরিচালক হয়েছেন যারা- দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক এটিএম ফজলুল হক, আব্দুল্লাহ আল জাহিদ, মুহাম্মদ কামরুল আহসান, গোলাম শাহরিয়ার চৌধুরী, মুহাম্মদ জুলফিকার আলী, মুহাম্মদ মনিরুজ্জামান খান, মো. মাহমুদ হাসান, মো. মনজুর মোরশেদ, এসএম মফিদুল ইসলাম ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর মো. মোরশেদ আলম।

এছাড়া কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শফিকুর রহমান ভুইয়া, যশোর কার্যালয়ের আব্দুল গাফফার ও রাজশাহী কার্যালয়ের মো. আবদুল করিমকে পরিচালক করা হয়েছে।

সহকারী পরিচালক থেকে উপপরিচারলক হয়েছেন যারা- দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ আইয়ুব আলী খান, মুহাম্মদ আলী আকবর, দেওয়ান শফিউদ্দিন আহমদ, কামরুজ্জামান, মুহাম্মদ মাহমুদুর রহমান।

মুহাম্মদ মনিরুজ্জামান, মুহাম্মদ মাসুদুর রহমান, এএসএম সাজ্জাদ হোসেন, আশিস কুমার পুন্ডু, ফারজানা ইয়াসমিন, মুহাম্মদ ফারুক আহমেদ, সেলিনা আকদার মনি, মুহাম্মদ নাজমুল হাসান, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ নাজমুস সাদাত ও মুহাম্মদ জাকারিয়া।

উপসহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক হয়েছেন যারা- দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক আবু বকর সিদ্দিক, মো. ওয়াহিদুজ্জামান, মো. আবুল বাশার, আকবর আলী, মো. ইসমাইল হোসেন, সিলভিয়া ফেরদৌস।

মুহাম্মদ জয়নাল আবেদীন, রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, ফাতেমা সরকার, নেয়ামুল আহসান গাজী, আজিজুল হক, নুরজাহান পারভীন, আফরোজা হক খান, মো. সাইফুল ইসলাম, আবদুল কাদের ভুইয়া, সোহানা আকতার, ওমর ফারুক।

মনোয়ারুল ইসলাম, জিএম আহসানুল কবির, মো. সাইদুজ্জামান, মো. তাজুল ইসলাম ভুইয়া, মো. রুহুল আমীন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মেফতাহুল জান্নাত, মানসি বিশ্বাস, মাহবুবুল আলম ও ঢাকা-২ এর আতাউর রহমান সরকার।

এছাড়া আরো কয়েকটি জেলায় রদবদল ও


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ