আওয়ার ইসলাম: মন্ত্রিসভা (কেবিনেট) গঠনের বিষয়ে সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ৬ জানুয়ারি শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এ জন্য আজ শনিবার (৫ জানুয়ারি) সাপ্তাহিক বন্ধের দিন কাজ করছেন মন্ত্রিপরিষদ সচিবরা।
আজ শনিবার (৫ জানুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগে সচিবদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইনসচিবসহ অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর মন্ত্রিপরিষদের যুগ্মসচিব নাজমুল হক সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গ ভবনে যান। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণভবনে যান। সেখান থেকে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনার পর বঙ্গভবনে যাবেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ জানুয়ারি শপথ নিয়েছিল নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৮ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয় তখন।
যার মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী ছাড়া ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী। পরে সেই মন্ত্রিসভায় একাধিকবার রদবদল আনা হয় এবং তাতে সদস্যসংখ্যাও বেড়ে যায়।