শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

স্কুল-আলিয়া সমাপনী শিক্ষার্থীদের কওমিতে ভর্তি সংকট; সমাধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ
আওয়ার ইসলাম

দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরের শিক্ষা বর্ষ ইংরেজি মাসের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বরে এসে সমাপনী পরীক্ষায় শেষ হয়।

সমিক্ষায় দেখা যায়, স্কুল থেকে সমাপনী পরীক্ষা দিয়ে কিছু ছেলে-মেয়ে মাদরাসায় পড়তে আসে।

কিছু ছেলে-মেয়ে আলিয়া মাদরাসায় আবার কিছু ছেলে-মেয়ে কওমি মাদরাসায় ভর্তি হয়।

দেশের আলিয়া মাদরাসাগুলোর শিক্ষা সেশনও যেহেতু জানুয়ারি টু ডিসেম্বর। তাই, একটি স্কুল সেশনের শিক্ষা সমাপন করে আসা শিক্ষার্থীদের জন্য আলিয়ায় ভর্তি হওয়া, ক্লাস ধরা সামঞ্জস্যপূর্ণ ও সহজতর।

অপরদিকে দেশের কওমি মাদরাসাগুলোর শিক্ষা বর্ষের সেশন চলে আরবি মাসের শাওয়াল থেকে শাবান। বাকি একটি মাস তথা রমজান মাস থেকে অর্ধ শাওয়াল মাস পর্যন্ত চলে ভর্তি কার্যক্রম।

সে কারণে স্কুল বা আলিয়া থেকে একজন শিক্ষার্থীকে  কওমি মাদরাসায় ভর্তি হতে হলে হয় তাকে স্কুল-আলিয়া সেশন পূরণ না করে আসতে হবে নতুবা সমাপনী পরীক্ষা দেওয়ার পর কওমি সেশনের রমজান পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

সরেজমিনে দেখা যায়, দেশের কওমি মাদরাসাগুলোর খুব কম মাদরাসাতেই শিক্ষা বর্ষের মাঝখানে তথা স্কুল-আলিয়ার ভর্তি মৌসুম জানুয়ারি মাসে ছাত্র ভর্তি নেওয়া হয়ে থাকে। যার ফলে, স্কুল পড়ুয়া অনেক ছাত্রই তাদের কাঙ্খিত কওমি মাদরাসায় ভর্তি হতে পারে না।

আবার যেসব মাদরাসায় বছরের মাঝখানে ছাত্র ভর্তি নেয়, তাদেরও কোটা থাকে সীমিত। প্রাইভেট কিংবা ক্যাডেট টাইপের মাদরাসাগুলো বাণিজ্যিক ভাবনায় ব্যতিক্রম হয়ে থাকে। কিন্তু মূল ধারার কওমি মাদরাসাগুলোয় স্কুল-আলিয়া শিক্ষা সেশন সমাপন করে আসা ছাত্রদের কওমি অন্তর্ভুক্ত হতে পড়তে হয় সংকটে।

এ সংকট কেন? জানতে চাইলে রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মাদরাসা দারুর রাশাদ'র শিক্ষাসচিব, বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ মাওলানা লিয়াকত আলী আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধারণত আমাদের কওমি মাদরাসাগুলোয় আগে এমন ব্যবস্থাপনা ছিল, যখনই ছাত্র আসতো, তখনই তাদের ভর্তি নেয়া হত।

তিনি বলেন, আমাদের দারুর রাশাদে কিন্তু এমন ব্যবস্থাপনা এখনো আছে। ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে আসা ছাত্রদের জন্য আমাদের শিক্ষা বর্ষের বাকি সময়গুলোতে আমরা আলাদা করে রমজান পর্যন্ত আরবি সাবজেক্টগুলো পড়িয়ে সবল করার চেষ্টা করা হয়। এরপর রমজানে আমাদের নিয়মতান্ত্রিক ক্লাসে নেওয়া তাদের।

এ ব্যবস্থাটা এখন কম কেন? জানতে চাইলে তিনি বলেন, এখন অবশ্য বিশেষ করে শহরের মাদরাসাগুলো অনককটা আনুষ্ঠানিক হয়ে গেছে, তাই এ ব্যবস্থাটা এখন কমে গেছে।

তিনি বলেন, তবে (চট্টগ্রামের) মেখলের মতো কওমি মাদরাসাগুলোয় এ ব্যবস্থা কিন্তু এখনো আছে।

কওমি শিক্ষা সেশনে এমন ব্যতিক্রম কেন? জানতে চাইলে রাজধানী ঢাকার তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল, বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিদ ড. মুশতাক আহমদ আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমাদের শিক্ষা বর্ষটা রমজানের সাথে সম্পৃক্ত।

কারণ রমজানের সূচি, রমজানের আমলের একটা ব্যাপার আমাদের শিক্ষার সাথে জড়িত। যার কারণে, আমাদের আকাবির শিক্ষাবিদগণ আরবি মাসের প্রথম মাস মহররম থেকে শিক্ষা সেশন গড়েননি। যেটা সাধারণ শিক্ষা ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি থেকে শুরু হয়ে থাকে।

তাহলে স্কুল-আলিয়া সমাপনী করে আসা ছাত্রদের জন্য কওমি মাদরাসার শিক্ষা সেশনের এই মাঝখানে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়? এমন প্রশ্ন করলে ড. মুশতাক আহমদ বলেন, মাদারিসে কওমিয়ার শিক্ষা সেশন অক্ষুণ্ণ রেখে স্কুল থেকে আসা ছাত্রদের জন্য কওমি মাদরাসায় আলাদা প্রোগ্রাম রাখা যেতে পারে।

এর জন্য রমজান থেকে রমজান আমাদের শিক্ষা বর্ষের যে সেশন রয়েছে, তা পরিবর্তন করারও প্রয়োজন পড়বে না।

একই প্রশ্নে মাওলানা লিয়াকত আলী বলেন, আমরা তো এখন ক্লাস ভিত্তিক পড়াই। কিন্তু এমন ব্যবস্থাও থাকুক, যাতে স্কুল পড়ুয়া ছাত্র এলে তাদের ভর্তি নেওয়া যায় এবং তারা যে পর্যায় আছে সে পর্যায় থেকে তাদের পড়ানো যেতে পারে। এর জন্য আলাদা ক্লাস খোলা যেতে পারে।

তবে এ বিষয়ে অনেক তরুণ মাদরাসা পরিচালক জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু করা যায় কিনা তা ভাবার অনুরোধ কররেছেন কর্তৃপক্ষকে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ