আওয়ার ইসলাম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, চট্টগ্রাম, নোয়াখালী, ভৈরব ও ময়মনসিংহের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সারদেশে সারাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।
তিনি বলেন, নোয়াখালীতে দু’টি কেন্দ্রে গণ্ডগোল করে নির্বাচনি সামগ্রী লুটের ঘটনা ঘটেছে, সেগুলো পুলিশ উদ্ধারের চেষ্টা করছে।
রবিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বেইলি রোডের ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি এ তথ্য জানান।
সারাদেশের ভোটগ্রহণ কেমন হচ্ছে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আইজিপি বলেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি, ভোটের পূর্বে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলাম, আমাদের সঙ্গে যেসব আইন প্রয়োগকারী সংস্থা সহায়তা করেছে, তাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা গ্রহণ করেছিলাম।
তিনি আরো বলেন, শুধুমাত্র চট্টগ্রামের একটি কেন্দ্রে গণ্ডগোল হয়েছে। একটি কেন্দ্রে আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং দুটি অস্ত্র লুট হয়েছে। ময়মনসিংহের একটি কেন্দ্রে আমাদের অস্ত্র লুট হয়েছে, আমাদের এক সদস্য আহত হয়েছেন। ভৈরবে একটি কেন্দ্রে বহিরাগতরা হামলা করে ব্যালট লুট ও নির্বাচনি সরঞ্জাম লুট করতে যেও পারেনি। নোয়াখালীতে দুটি কেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা করে একটি কেন্দ্রের ব্যালট ও নির্বাচনি সামগ্রী লুট করে নিয়েছে। আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কোনও ঘটনা ঘটেনি।
নির্বাচন পরবর্তী নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, নিরাপত্তা পরিকল্পনা নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী সময়ে জোরদার করা হয়েছে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। সবাই তারা নিজ নিজ প্রার্থীদের জয়ী করার চেষ্টা করছেন। কয়েকটি জায়গায় সংঘর্ষ হতে পারে, সেখানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এইচএএম